মেহেরপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলীর স্মরণ সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন বাবু, জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী প্রমূখ। এর আগে দুপুরে ইউনিয়ন মিলনায়তনে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এবং রাতে শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম কদর আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মরণসভা অংশগ্রহণ করেন।