মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের অভিযানে হেরোইনসহ দুই জন আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:33 PM, 27 September 2021

মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের অভিযানে হেরোইনসহ পেনাতোস ও মনা হালদার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে পুলিশ ২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।

রবিবার বিকালের দিকে মেহেরপুর শহরের ক্যাশব পাড়ায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার পেনাতোস ক্যাশবপাড়ার সন্তোষ মাস্টারের ছেলে এবং মনা হালদার, হালদার পাড়ার খোকন হালদার এর ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর টাউন ফাঁড়ির এসআই আবুল হোসেনের নেতৃত্বে, এটিএসআই সাজিবুল সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যাশব-পাড়স পেনাতসের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করার পর তাদের নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :