মেহেরপুর জেলা যুবলীগ ও মেহেরপুর পৌর সভার উদ্যোগে মহান বিজয় দিবস পালন
বর্ণাঢ্য র্যালী, পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুর জেলা যুবলীগ ও মেহেরপুর পৌর সভার উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগ ও মেহেরপুর পৌরসভার উদ্যোগে র্যালি বের করা হয়। মেহেরপুর পৌরসভার সামনে থেকে মেহেরপুর পৌর সভার মেয়র ও যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে শহীদ স্মৃতি বেদীতে পুষ্প মালা অর্পণ করেন।
এসময় পৌর মেয়র মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর জেলা যুবলীগের সদস্য ইয়ানুচ আলী,হাসানুজ্জামান হিলন, সাজেদুল ইসলাম সাজু, সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।