মেহেরপুর জেলা বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে শাওন সহ সারাদেশের হত্যা ,হামলা, মামলা, ও নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর শহরের কাথুলী বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন,মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা।