মেহেরপুর জেলা বিএনপির মহান স্বাধীনতা দিবস পালন
মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গণ-মিছিল,পুষ্পার্ঘ অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ পুষ্পমাল্য অর্পণ করা করেন।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন,বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি (ভুট্টো), যুগ্ম সাধারণ সম্পাদক আরজুল্লা মাষ্টার বাবলু,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমেদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সহ-সভাপতি এস এ শিল্টু খান, জেলা ছাত্র দলের সভাপতি আঁকিত জাবেদ সেনজিনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।