মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুস্পমাল্য অর্পণ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুস্পমাল্য অর্পণ করেছে মেহেরপুর জেলা বিএনপি। সোমবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বীর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এইসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ বাবলু মাস্টার, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ প্রমুখ। পরে সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।