মেহেরপুর জেলা প্রাণিসম্পদ এর উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এই আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। জলাতঙ্ক দিবস উপলক্ষে মেহেরপুর প্রাণিসম্পদ অফিস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শহরের বাস স্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জলাতঙ্ক রোগ নির্মূল টিকাদান পারস্পরিক সহযোগিতা বানান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ও উপজেলা উপ-সহকারী কর্মকর্তা শফিউদ্দিন প্রমুখ।