মেহেরপুর জেলা প্রশাসনের নানা আয়োজনে শোক দিবস পালন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:01 PM, 15 August 2021

নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ সকাল ৮ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

জেলা প্রসাশক ড. মনসুর আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করে জেলা প্রসাশন কর্মকতৃাবৃন্দ। পরবর্তীতে পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক অংগ সংগঠন অংশ নেয়। সাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধমে দিবসটিকে সাজানো হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল, সেচ্ছায় রক্তদান কর্মসূচী, চিত্রাঙ্কন-কবিতাপাঠ সহ বিভিন্ন প্রতিযোগীতা সহ নানা আয়োজন করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের কর্মসুচীর আলোকে তিন উপজেলা প্রশাসন পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আপনার মতামত লিখুন :