মেহেরপুর জেলা প্রশাসকের গাড়ি চালকের মেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:12 PM, 12 June 2022

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তিশা খাতুন(১৫)নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিশা খাতুন মেহেরপুর জেলা প্রশাসকের গাড়িচালক আব্দুল মোমিনের মেয়ে ও মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিশা তার ভাইয়ের সাথে মোটরসাইকেলযোগে পরীক্ষা দিতে যাওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ইঞ্জিন চালিত ট্রলার নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা খান পিপিএম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :