মেহেরপুর জেলা পুলিশের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন
করোনা ভাইরাস পরিস্থিতির এক বছর পার হয়ে আবারও দ্রুতই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় জনসাধারণকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতসহ কঠোর স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নামছে মেহেরপুর জেলা পুলিশ।
তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।
‘মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশ বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালনসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।