মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন ।।মুজিবনগরে আজিমুল বারী মেম্বর নির্বাচিত
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে (মুজিবনগর উপজেলা) আজিজুল বারী মেম্বর নির্বাচিত হয়েছেন। অপরদিকে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. আব্দুস সালাম।
১নং ওয়ার্ডে (মুজিবনগর উপজেলা) মেম্বর পদে বিজয়ী হয়েছেন আজিমুল বারী। টিউবওয়েল প্রতীকে তিনি ২২ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দী আলমাস হোসেন (তালা) ১৭ ভোট, সোহেল রানা (বদ্যুতিক পাখা) ৪ ভোট এবং আবু হাসান (অটোরিকসা) ২ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ১ নং ওয়ার্ডে (মেহেরপুর-মুজিবনগর) শামীম আরা হিরা এগিয়ে রয়েছেন। তিনি টেবিল ঘড়ি প্রতীকে ২৬ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দী নার্গিস আরা (মাইক) ২৭ ভোট, উম্মে সালমা সুলতানা (ফুটবল) ২ ভোট।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম (কাপ-পিরিচ) ৩৬ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী সাবেক চেয়ারম্যান গোলাম রসুল (আনারস) ১৯ ভোট পেয়েছেন।
মোট ৫৫ জন ভোটারের মধ্যে শতভাগ ভোট পোল হয়েছে।