মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন ।। গাংনী ওয়ার্ডে মিজানুর রহমান বিজয়ী
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে (গাংনী) মিজানুর রহমান চার ভোটে মেম্বর পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে গাংনী ভোট কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আব্দুস সালাম।
মেম্বর পদে চার জন প্রার্থীকে পরাজিত করে মিজানুর রহমান জয়লাভ করেছেন। টিউবওয়েল প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৫৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক মেম্বর ও গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম (অটোরিক্সা) পেয়েছেন ৫০ ভোট। অপর প্রার্থী রাইপুর ইউনিয়ন আওয়াী লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ (তালা) পেয়েছেন ২৮ ভোট। একই পদে তেরাইল গ্রামের জাহাঙ্গীর আলম বাদশা ০০ ভোট পেয়েছেন।
এদিকে জেলা পরিষদ চেয়াম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন অ্যাড. আব্দুস সালাম। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৮৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দী সাবেক চেয়ারম্যান গোলাম রসুল আনারস প্রতীকে ৪৮ ভোট পেয়েছেন।
মোট ১৩২ জন ভোটারের মধ্যে সকলেই ভোটাধিকার প্রয়োগ করেছেন।