মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন আওয়ামীলীগের দুই বিদ্রোহীসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্ৰ জমা
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থীসহ ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামীলীগ বাদে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী, চেয়ারম্যান বা অন্য কোনে পদের প্রার্থী হননি এই নির্বাচনে।
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় নেতা কর্মীদের সাথে উদ্দীপনার মধ্য দিয়ো জেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) অ্যাডভোকেট আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জমাদানের শেষ দিন আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছারের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, মেহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদ সাদিক হোসেন সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী জেলা পরিষদের সদস্য সাবেক প্রশাসক গোলাম রসুল ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া সাধারণ সদস্য ১ ওয়ার্ড (মুজিবনগর উপজেলায়) ৬ জন ২ নং ওয়ার্ড (সদর উপজেলা) ৩ জন ও ৩ নং ওয়ার্ড (গাংনী উপজেলা) ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।