মেহেরপুর জেলা তাঁতী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা তাঁতী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কাথুলী সড়কে জেলা তাঁতী লীগের অফিসে বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক পবীর শেখ, যুগ্ম আহ্বায়ক আসাদুল হক বীর, গাংনী উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক আব্দুল মজিদ। গাংনী উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মনিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাতীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আহসান হাবীব জেলার, কাথুলী ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক শিপন আলী, ষোলাটাকা ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ প্রমুখ। এসময় বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক তারিক আহমেদ, ষোলটাকা ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কামরুল খান, সাহারবাটি ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক ফিরোজ আহমেদ, মোনাখালী ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক ফারুক হোসেন সাহেব, বুড়িপোতা ইউনিয়ন তাতীলীগের যুগ্ম আহ্ববায়ক জিয়াউর রহমান, ওয়ার্ড তাঁতীলীগের আহ্বায়ক আব্দুল খালেকসহ তাঁতী লীগের ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।