মেহেরপুর জেলা ডিবি পুলিশের অভিযানে পলাতক আসামি আটক
মেহেরপুর জেলা ডিবি পুলিশের অভিযানে আওয়াল হোসেন (৫০) নামের এক পলাতক আসামীকে আটক করা হয়েছে। আওয়াল হোসেন গাংনী উপজেলার বামন্দী পশ্চিমপাড়া মৃত রবগুলের ছেলে।বিজ্ঞাপনঃ
গতকাল শনিবার(২৯মে) এস আই (নি:) হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) আহসান হাবীব এবং এএসআই (নি:) হেলাল উদ্দীন বামুন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, আওয়াল হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মামলা রয়েছে। গাংনী থানার মামলা নং ২২, মামলার তারিখ ২৮/০৫/২০২১. এই মামলায় সে পলাতক ছিল। শনিবার বামন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।