মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক খন্দকার মাহবুব হোসেন ও সদস্য সচিব ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩৯ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহম্মদ বিজন।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, অ্যাডভোকেট আদিল করিম সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি শহিদুল ইসলাম, জাহামত আলী, আফরোজা বেগম ফাতেমা, মোঃ সিরাজ উদ্দীন, আনোয়ার হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুল আযম খোকন, ২য় এ কে এম জিল্লুর রহমান, ৩য় এ এস এম সাইতুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আতাউল হক আন্টু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক আরিফুজ্জামান ও আইন – বিষয়ক সম্পাদক হাসান মাহাবুবুর রহমান মুকুল।
এছাড়াও আরো ২২ জনকে সদস্য করে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৯ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।