মেহেরপুর জেলা কৃষকলীগের জাতীয় শোক দিবস পালন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:39 PM, 15 August 2021

জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে মেহেরপুর জেলা কৃষকলীগ।

রবিবার সকালে মেহেরপুর শহরের ওয়াবদা পাড়াস্থ কৃষক লীগের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবস পালনের সূচনা করা হয়।

মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এবং পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা কৃষক লীগের সহসভাপতি আবুল হাসেমসহ কৃষক লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :