মেহেরপুর জেলা আ’লীগের উদ্যােগে-গাংনীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
মেহেরপুর জেলা আ’লীগের উদ্যােগে গাংনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।সােমবার সন্ধ্যায় জেলা অা’লীগের গাংনীস্থ দ্বিতীয় কার্যালয়ে জন্মদিন পালিত হয়।জন্মদিন উপলক্ষে আলোচনা সভার অায়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা অ
আ’লীগের সংগ্রামী সাধারণ সস্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেযারম্যান এমএ খালেক।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার সাবেক মেয়র ও অা,লীগ নেতা অাহম্মেদ অালী।এসময় বক্তব্য রাখেন আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীবৃন্দ।