মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছহিউদ্দিন বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ছহিউদ্দিন বিশ্বাসের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজ এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, ছহিউদ্দিন বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার সকালে ছহিউদ্দিন ডিগ্রী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান পালন করা হয়। ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম এর সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছহিউদ্দিনের ছেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মরহুম ছহিউদ্দিনের ছেলে শহীদ সাদেক হোসেন বাবলু ও ইকবাল হোসেন বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজা, প্রভাষক ফররুখ আহমেদ, প্রধান শিক্ষক শাশ্বতী চক্রবর্তী প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে ছহিউদ্দিনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ড. মোহাম্মদ মুনসুর আলম খান, কলেজ পক্ষে কলেজ গভর্নিং বোর্ডের সদস্যরা ও শিক্ষকদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে ছহিউদ্দিন ডিগ্রী কলেজ এর উদ্যোগে “ইতিহাসের পাতা থেকে মো. ছহিউদ্দিন বিশ্বাস ” নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।দ