মেহেরপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন:সভাপতি মিয়াজান ,সম্পাদক ফরিদ
মেহেরপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিয়াজান আলী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপি প্যানেলের ফরিদ উদ্দীন নির্বাচিত হয়েছেন।
ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন-যথাক্রমে অ্যাডভোকেট রফিকুল ইসলাম বিএনপি (প্যানেল) ও গোলাম মোস্তফা আ.লীগ (প্যানেল)।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম-২ ও একই প্যানেলের মিজানুর রহমান।
কোষাধ্যক্ষ পদে এহেন উদ্দীন মনা,পাঠাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে এম হাসানুল্লা,সদস্য পদে মোখলেছুর রহমান খাঁন স্বপন,সাইফুল ইসলাম,আরিফুজ্জামান,সেলিম রেজা,শফিউল আযম খাঁন বকুল,খুরশিদা খাতুন ও হাসান মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে জুম্মার নামাজের এক ঘণ্টা বিরতির পর ৩ পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১২৫ ভোটের মধ্য ১০৭ ভোট আইনজীবিরা প্রয়োগ করেন।
জেলা আইনজীবি সমিতির নিজস্ব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল বাবু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।