মেহেরপুর জেলখানায় আসামীর মৃত্যু
মেহেরপুর জেলখানায় আটক একটি খুনের মামলার আসামি লিয়াকত হোসেন মৃত্যুবরণ করেছেন। শনিবার ভোরের দিকে লিয়াকত আলি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লিয়াকত আলী চুয়াডাঙ্গার ইসলামপাড়ার আকবর আলী মন্ডল এর ছেলে। লিয়াকত আলীর দ্বিতীয় স্ত্রী তহুরা খাতুন জানান, চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ গ্রামের আলম হত্যার পলাতক আসামি ছিল। প্রায় এক যুগ আগে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সে থেকে লিয়াকাত তার দ্বিতীয় স্ত্রী তহুরার বাড়ি গাংনী উপজেলার হিজল বাড়িয়া গ্রামে অবস্থান ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে গাংনী থানার পুলিশ প্রায় ২২দিন আগে তাকে আটক করে,পরে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। লিয়াকত আলীর ২ স্ত্রী,৩ ছেলে ৫ মেয়ে রয়েছে।
মেহেরপুরের জেলার সৈয়দ হাসান জানান, ভোরের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরো জানান ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।