মেহেরপুর জেনারেল হাসপাতালে আনসার লাঞ্ছিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:34 PM, 04 September 2021

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টিকিট কাউন্টারের টাকা ভাঙ্গানো কে কেন্দ্র করে কর্তব্যরত আনসার সদস্য লাঞ্ছিত করেছে মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতা। আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালের কর্তব্যরত সিনিয়র নাস তানিয়া খতিুন জানান, মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সৈয়দ সোহেল আহম্মেদ মাটরশ্রমিকের এক সদস্যকে নিয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যান। এ সময় সেইশ্রমিককে দেখানোর জন্য কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ১ হাজার টাকার নোট প্রদান করেন। এ সময় টাকা ভাংতি নাই বললে প্যাথলজি ক্যাশ কাউন্টারে সিনিয়র নার্স মোছাঃ তানিয়া খাতুন (২৭) ও মোছাঃ রাশিয়া খাতুন (৫৯) এর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নার্সরা হাসপাতালে ডিউটি রত আনসার সদস্য তরিকুল ইসলামকে ডেকে বিষয়টি অবগত করে। আনসার সদস্য তরিকুল ইসলাম এ বিষয়টি নিয়ে সোহেল আহম্মেদকে বকা বকি করেন। এসময় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সৈয়দ সোহেল আহমেদ আনসার সদস্যকে লাঞ্ছিত করে। বিষয়টি পুলিশ ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হলে পরে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আর এম ও ডাঃ মোঃ মোখলেছুর রহমান,আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম,মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা খান সেখানে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করেন।

আপনার মতামত লিখুন :