মেহেরপুর জেনারেল হাসপাতালে সাংবাদিক নিষিদ্ধ—ডা. মেহেদী
মেহেরপুর জেনারেল হাসপাতালে সাংবাদিকদের প্রবেশাধীকার সহ সকল প্রকার সংবাদ সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান। শনিবার রাত ৮ টার দিকে একদল সাংবাদিক মেহেরপুর জেনারেল হাসপাতালে গেলে তিনি তাদের এ নিষেধাজ্ঞা শুনান।
তবে হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানেননা বলে জানিয়েছেন।
হাসপাতালের আরএমও ডা. মখলেসুর রহমান জানান, সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা বিষয়ে তিনি কিছু জানেননা। তবে আমি ডা. মেহেদী হাসানকে বলেছি হাসপাতালে যে সকল সাংবাদিক ভিডিও করছে তাদের ভিডিও করতে না করেন। হাসপাতালে কিছু কিছু সাংবাদিক বিরক্ত করে এবং যখন তখন ভিডিও করে এটা বন্ধ হওয়া দরকার। তিনি আরো বলেন, মনে হয় কোন ভূল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা বসে ঠিক করে নেবো।
ডা. মেহেদী হাসান বলেন, হাসপাতালে কোন সাংবাদিক প্রবেশ করতে কর্তৃপক্ষের লিখিত অনুমতি লাগবে। এখানে কোন স্থির ও ভিডিও চিত্র ধারণে সরকারের নিষেধাজ্ঞা আছে।