মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান
করোনাকালীন চিকিৎসাসেবার সহায়তায় মেহেরপুর জেনারেল হাসপাতালে সুরক্ষাসামগ্রী বিতরন করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় মেহেরপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সামগ্রী হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং জনপ্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কর্তৃক সুরক্ষাসামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন নাসির উদ্দিন, হাসপাতালের তত্বাবধায়ক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, যুগ্ন সম্পাদক ইব্রাহীম শাহীন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চিকিৎসাসেবার সুবিধার্থে হাসপতাল কর্তৃপক্ষকে অক্সিজেন ভেন্টিলেটর মেশিন, পিপিই, মাস্ক, সেনিটাইজার সহ ১৪ প্রকারের সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার, স্টাফ, নার্সসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।