মেহেরপুর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
শরিকানা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী পরিবার।
মোঃ কামাল হোসেন (৩৫), পিতা-মোঃ সবদুল হোসেনের করা সংবাদ সম্মেলনের পাল্টা আভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মো: সার্থক আলী ।
আজ শুক্রবার বিকালে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মেহেরপুর শহরের নতুন পাড়ার মৃত আনারুল ইসলামের ছেলে মোঃ সার্থক আলী (৩৭), বলে, গত ইং-১৯/০১/১৯৯১ তারিখে ৬২৮ নং কবলা দলিল মুলে আমার দাদী মেহেরপুর জেএল নং ৬৬, খতিয়ান ২৪৭৫/১ দাগ- ৯৬৭৬, ৯৬৭৭, ৯২৬৫,ও ৯৭২২ দাগের ০.৮২৫৯ একর ধানী জমি আমার ও আমার ভাইদের নামে রেজিষ্ট্রি করে দেয়। তখন থেকে আমরা উক্ত জমি ভােগ দখল করিয়া আসিতেছি এবং উক্ত জমি আমাদের নামে রেকর্ড খারিজ করে নিয়মিত খাজনাপাতি পরিশোধ করিতেছি। কিন্তু বিবাদীদ্বয় গত প্রায় ৫ বছর ধরে উক্ত জমির মিথ্যা কাগজ পত্র তৈরী করে রেকর্ড করার চেষ্টা করা সহ আমার উক্ত জমি জোর করে দখল করে নেওয়ার পায়তারা করে আসছে। বিবাদীদ্বয় বেশ কিছুদিন আগে আমার উক্ত জমি আমার নিকট থেকে লিজ গ্রহন করী মোঃ মফিজ উদ্দিন, পিতা-রহিম সাং-বামনপাড়া থানা ও জেলা-মেহেরপুর এর নিকট থেকে জমি লিজের ১,২০,০০০/-টাকা জোর করে নিয়ে নেয়। বিবাদীদ্বয় আমার উক্ত টাকা ফেরত না দিয়ে গত কয়েক দিন ধরে আমার উক্ত জমি জোর পূর্বক দখল করে নেওয়ার জোর পায়তারা করিতেছে। আমরা বাঁধা দিতে গেলে বিবাদীদ্বয় আমাদেরকে খুন জখম করার হুমকি ও ভয়ভীতি প্রদান করছে। আমাদের বারবার হত্যার হুমকি দিয়ে জমি জবর দখল করার পাঁয়তারা করে আসছে,বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।