মেহেরপুর উপজেলা মৎস্য অফিসে মাঠ দিবস অনুষ্ঠিত
মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট এর আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর খানপাড়া সিআইজি মৎস্য সমবায় সমিতি লিমিটেডের প্রদর্শণী পুকুরপাড়ে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম।