মেহেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র জমা
আসন্ন মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলে শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনের চেয়ারম্যান পদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী নিশান সাবের এবং কৃষক লীগের নেতা মোঃ হাসেম আলী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহর কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, এবং মোহাম্মদ শাহিন তাদের মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান(ভারপ্রাপ্ত চেয়ারম্যান) লতিফুন্নেছা লতা, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য সামিউন বাশিরা পলি এবং, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোমান আহমেদ তাদের মনোনয়নপত্র জমা দেন।