মেহেরপুর আমঝুপি ইউনিয়ন যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার বিকালে আমঝুপি নীলকুঠি প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুজ্জামান চমন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক মন্টু, বারাদি ইউনিয়ন যুবলীগের সভাপতি এস আই রিঙ্কু মাহমুদ, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন মন্টু, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, সদর থানা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ইমন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাবুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি সভাপতি আবু সিদ্দিক পচা, আরিফুল ইসলাম আরিফ,নাসিবুল ইসলাম, আব্দুর রশিদ, রেজাউল হক মুকুল, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক,, পান্না, হাফিজুর রহমান মিঠু, তিতাস, প্রমুখ। এসময় আমঝুপি ইউনিয়ন যুবলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।