মেহেরপুর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মালিকের পাশে পৌর মেয়র রিটন
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জিএস টেইলার্স এন্ড স্টোরের মালিক আনোয়ার হোসেনকে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার বিকেলে পৌর কার্যলয়ে মেয়রের নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্থ দোকান মালিক আনোয়ার হোসেন কে ২৫ হাজার টাকার চেক প্রদান করে সহযোগীতার হাত বাড়িয়ে দেন । এসময় মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আব্দুল আল মামুন, পৌর সচিব জিএম ওবায়দুল্লাহ সহ পৌর কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর ভোর রাতের দিকে মেহেরপুর শহরের বড় বাজারের জিএস টেইলার্স এন্ড ক্লোথ স্টোরের ভিতরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি দল। অগ্নিকান্ডে আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক।