মেহেরপুরে GEEP প্রজেক্টের উদ্যোগে সচেতনামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
মেহেরপুরে জেন্ডার ইক্যুইটি এন্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (GEEP) প্রজেক্টের উদ্যোগে সচেতনামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।সোমবারে চাঁদবিল সি এম সি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সচেতনামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
GEEP মেহেরপুর জেলা প্রধান ফয়সাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাকিয়া হক,বিসিএস (স্বাস্থ্য) সহ-প্রতিষ্ঠাতা, ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অফ বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুননেসা হ্যাপী কো-জোন লিডার,ঢাকা (জীপ) জুনিয়র এক্সিকিউটিভ,ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অফ বাংলাদেশ, সি এম সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ ওমর রুমি।
এছাড়াও ভলেন্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন, রাফি, ফারজানা ইয়াসমিন জুই, পাপিয়া লাবনী, নাসিম, লাজ প্রমুখ।
সি এম সি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সচেতনামূলক ওয়ার্কশপে ৩০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জেন্ডার কোয়ালিটি’র পাশাপাশি আলোচনার বিষয়বস্তু ছিল মাসিক স্বাস্থ্য, মাদক থেকে দূরে থাকা, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ ও পরিবেশ বিষয়ক সচেতনতা, গুড টাচ ও ব্যাড টাচ, বয়সঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর আত্মরক্ষা বিষয়ক সচেতনতা।