মেহেরপুরে ৯০ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা ৯০ টি পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৮৪ টি ও মুজিবনগর উপজেলায় ৬ টি পরিবার রয়েছে।
বৃহস্পতিবার মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনদের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসসূচির উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মুজিবনগর উপজেলা ভূমিহীনদের মাঝে ভূমি ও ঘর প্রদান করেন। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার উপস্থিত ছিলেন। অপর দিকে স্থানীয়সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলা ৮৪ জন ভূমিহীনদের মাঝে ভুমি ও ঘর প্রদান করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।