মেহেরপুরে ৪ টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টীম উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে বোমা সাদৃশ্য বস্তু গুলি উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের পিটুলিতলা নামক স্থানে মোঃ টুটুলের সারের দোকানের সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে একটি শপিং ব্যাগের ভিতর লাল কসটেপ দিয়ে মোড়ানো চারটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়েতা উদ্ধার পূর্বক পানিতে চুবিয়ে রাখা হয়। কাউকে ভয় দেখানোর জন্য এগুলো রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।