মেহেরপুরে ৪ ইউপির চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি, বারাদি, পিরোজপুর, শ্যামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড মুনসুর আলম খান ৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ পাঠ করান।
এদিকে ৪ টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
শপথ নিলেন সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, বারাদি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, শ্যামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান মতিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড ইব্রাহিম শাহীন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব আলী প্রমুখ।