মেহেরপুরে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
মেহেরপুরে ৩৫ বোতল ফেনসিডিলসহ আরিফুল ইসলাম (৩০) নামের এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের পূর্বপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম সদর উপজেলার দক্ষিন শালিকা গ্রামের খেজুমদ্দিনেে ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার, এএসআই হেলাল উদ্দীন, এএসআই মাহাতাব উদ্দীন অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ আরিফুল ইসলামকে আটক করা হয়। এ সময় একই গ্রামের সাহাবুদ্দীনের ছেলে মিঠু মিয়া (৩২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং পলাতক আসামি কে আটকের চেষ্টা করছে পুলিশ।