মেহেরপুরে ২ ব্যবসায়িকে জরিমানা।
![মেহেরপুরে ২ ব্যবসায়িকে জরিমানা।](https://gangnirchokh.com/wp-content/uploads/2022/10/IMG-20221025-WA0005.jpg)
![](https://gangnirchokh.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মেহেরপুরের ২ টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় মেসার্স ভাই ভাই স্টোর, ও মেসার্স ব্রাদার্স স্টোরে অভিযান চালানো হয়।
এসময় আমদানিকারকের ট্যাগ ও মুল্য বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস ও পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান ২ ব্যবসায়ীকে পূর্বে সতর্ক করা স্বত্তেও আমদানিকারকের ট্যাগ ও মুল্য বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস ও পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাদের কাছ থেকে জরিমানা করা হয়।অভিযানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তাজিমুল হক। সহযোগিতা করেন মেহেরপুর পুলিশ লাইনের পুলিশের একটি দল।