মেহেরপুরে ২য় স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ ১ম স্ত্রীর ফাঁসি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:26 PM, 04 January 2021

মেহেরপুরে ২য় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সহ ১ম স্ত্রীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার সকাল ১১ টায় মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষনা করেন।

ফাঁসির দন্ড প্রাপ্ত আসামীরা হলেন সদর উপজেলার যাদবপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে সাইদুল ইসলাম ও তার ১ম স্ত্রী জমেলা খাতুন। এ রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন।

মামলা সূত্র জানা গেছে,২০১০ সালে সদর উপজেলার যাদবপুর গ্রামের সাইদুল ইসলাম ও তার ১ম স্ত্রী জমেলা খাতুন ২য় স্ত্রী জরিনা খাতুনকে হত্যার পর একটি আলুক্ষেতের মধ্যে পুতে রাখে কয়েকদিন পর পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় হাবিবুর রহমানের স্ত্রী ফেরদ্যেসি খাতুন বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মেহেরপুর থানায় মামলা দায়ের করে। মামলা নং ৭ তাং ০৬.০১.২০১০ ইং।

এ ঘটনায় জড়িত সন্দেহে সাইদুল ইসলাম ও তার ১ম স্ত্রী জমেলা খাতুনকে আটকের পর আদালতে নেয়া হলে তারা ১৬৪ ধারায় দোষ শিকার করে জবান বন্দি দেয়। এবং এ ঘটনার সাথে জড়িত না থাকায় ৩জনকে চার্জশীট থেকে অব্যহতি দেয়া হয়। পরে দীর্ঘ স্বাক্ষ্য গ্রহন শেষে এ মামলার রায় প্রদান করে বিজ্ঞ আদালত।

আপনার মতামত লিখুন :