মেহেরপুরে ১০লাখ টাকার মূল্যের হিরোইনসহ আটক-১
মেহেরপুরে ১০০ গ্রাম হিরোইনসহ মিয়ারুল ইসলাম(৫৮) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার(২০ জুন) রাত সাড়ে ন’টার দিকে সদর উপজেলার নুরপুর বাজার থেকে তাকে আটক করে। আটককৃত, মিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত শামসুল মন্ডলের ছেলে।
মেহেরপুর জেলার ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নুরপুর বাজার এলাকা থেকে ১০০ গ্রাম হিরোইনসহ মিয়ারুল ইসলামকে আটক করে। পুলিশের উপস্থিতির টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়। উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। তিনি আরো জানান, আটককৃত মিয়ারুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক তার দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা করছে ডিবি পুলিশ।