মেহেরপুরে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন
মেহেরপুরে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেশা ছেড়ে ফুটবল ধরি সুস্থ্য সবল জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেঁতুল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান রেজাউল হক, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম স্বপন, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হোসাইন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুল হিন্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার, ফুটবল টুর্নামেন্টের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নিমছার আলী প্রমূখ।
করমদি যুব সংঘের আয়োজনে খেলাটি পরিচালনা করতে সার্বিক সহযোগিতা করেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের তওহীদের সদস্যরা। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলার শেহালা ফুটবল একাদশ ও মদনাডাঙ্গা ফুটবল একাদশ।
খেলার সম্পূর্ণ সময় মদনাডাঙ্গা ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করেন।