মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা
মেহেরপুর হেরোইন সেবনের দায়ে খোকা শেখ নামের এক যুবক ১৫দিনের জেল ও ২’শ টাকা জরিমান প্রদান করেছে ভ্রামমান আদালত।মঙ্গলবার(২৪ জানুয়ারী) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এর জেল জরিমানা প্রদান করেন।খোকা শেখ মেহেরপুর পৌর এলাকার স্টেডিয়াম পাড়ার আব্দুল মালেকের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, খোকা মাদক সেবনের কথা স্বীকার করাই ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ এর ৫ ধারায় ১৫ দিনের জেল ও ২’শ টাকা জরিমানা প্রদান করে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে এসআই মামুন সঙ্গীও ফোর্স নিয়ে কোর্টপাড়া এলাকা থেকে মাদক সেবন করার সময় তাকে আটক করে।