মেহেরপুরে হেরোইনসহ যুবক গ্রেফতার
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ জাহিদ হাসান নামের এক যুবক গ্রেফতার।
বুধবার সকালের দিকে মেহেরপুর শহরের বোস পাড়ায় অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জাহিদ মেহেরপুর বোস পাড়ার মুসলিম বিশ্বাসের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক মদন মোহন সাহা, খসরু আল মামুনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা জাহিদ হাসানের বাড়ি তল্লাশি চালায়, এসময় তিন গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে