মেহেরপুরে হেরোইনসহ মাদক কারবারি আটক
মেহেরপুরে ০৫ গ্রাম হেরোইন সহ আনোয়ার হোসেন(৩৫) নামের এক মাদক কারবারি কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে আটক করে। আটককৃত আনোয়ার হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাংগা গ্রামের মসজিদ পাড়ার ফকির মল্লিকের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) রুবেল আহমেদ, এএসআই(নিঃ)হেলাল উদ্দিন,এএসআই(নিঃ) ইব্রাহিম বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ০৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আনোয়ার হোসেনকে আটক করে। আটককৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে মজিব নগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আরো জানান, আটককৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে ওর আরো দুটি মাদক মামলা রয়েছে।