মেহেরপুরে হেরোইনসহ নারী আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:34 PM, 07 June 2024

মেহেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ রোজিনা খাতুন(২৫) নামের এক নারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্প। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে। আটকৃত রোজিনা খাতুন গাংনী উপজেলার চিৎলা গ্রামের খাল পাড়ার হাসিবুল ইসলামের স্ত্রী।

গাংনী র‍্যাব-১২ কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বেলে মাঠ দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ রোজিনা খাতুনকে আটক করে। তিনি আরো জানান, আটককৃত রোজিনা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :