মেহেরপুরে হেরোইনসহ নারী আটক
মেহেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ রোজিনা খাতুন(২৫) নামের এক নারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্প। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে। আটকৃত রোজিনা খাতুন গাংনী উপজেলার চিৎলা গ্রামের খাল পাড়ার হাসিবুল ইসলামের স্ত্রী।
গাংনী র্যাব-১২ কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বেলে মাঠ দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ রোজিনা খাতুনকে আটক করে। তিনি আরো জানান, আটককৃত রোজিনা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।