মেহেরপুরে হেরোইনসহ আটক-১
মেহেরপুরে ০৩ গ্রাম হেরোইনসহ মোঃ খায়রুল ইসলাম মিলন(৩৮) নামে একজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ মঙ্গলবার সাড়ে ৩টার দিকে তাকে আটক করে।আটককৃত খায়রুল ইসলাম মিলন মেহেরপুর সদর থানার ০৯ নং ওয়ার্ডের গোরস্থান পাড়ার মৃত ফোরকান আলী বিশ্বাসের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মেহেরপুর সদর থানাধীন হরিরামপুরে মাদক পাচার চলছে এমন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ০৩ গ্রাম হেরোইনসহ খায়রুল ইসলাম মিলনকে আটক করে। তিনি আরো জানান,খায়রুল ইসলাম মিলন এর বিরুদ্ধে আরও ০৪টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। আটককৃত মিলনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।