মেহেরপুরে হেযবুত তওহীদের মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাবনায় হেযবুত তওহীদের র্কাযালয়ে সন্ত্রাসী হামলায় ১ জন নিহত ও ১০ জন আহতের ঘটনায় দোষী দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মেহেরপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সভাপতি জোসেফ উদ্দীন, মেহেরপুর সদর উপজেলা সভাপতি মোবারক হোসেন, নারী সম্পাদক আফরোজা খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানব বন্ধন ও বিক্ষোব সমাবেশে বক্তারা বলেন, অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ দীর্ঘ ২৩ বছর ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম ব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বার বার এক শ্রণির দুঃকৃতিকারী উস্কানী দিয়ে হেযবুত তওহীদের বাড়ি ঘরে হামলা করে হত্যা করে জেযবুত তওহীদের সদস্যদের। এবার পাবনা র্কাযালয়ে সশস্ত্র হামলা করে এক জনকে হত্যা করেছে। দ্রুত হামরাকারীদের আটক ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান বক্তারা।