মেহেরপুরে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
মেহেরপুর জেলার হালনাগাদ চূাড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভোটার তালিকায় মেহেরপুর জেলায় ২৮ হাজার ৭শ ৯৭ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। নতুন ভোটার তালিকায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার সংখ্যা মেহেরপুর জেলায় বেশি।
মঙ্গলবার প্রকাশিত মেহেরপুর জেলায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৩ শ ১৪ জন। যা পূর্বের তুলনায় ২৮ হাজার ৭শ ৯৭ জন বেশি। মোট ভোটারের মধ্যে ২ লক্ষ ৬১ হাজার ৩শ ৮৪ জন পুরুষ এবং ২ লক্ষ ৬৪ হাজার ৯শ ৩০ জন মহিলা ভোটার রয়েছে যা পুরুষ ভোটার এর তুলনায় ৩ হাজার ৫শ ৪৬ জন বেশি। মোট ভোটারের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৯৮ হাজার ১৮ জন পুরুষ ৯৯ হাজার ৮৭ জন মহিলা সহ সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৯৭ হাজার ১শ ৫ জন, গাংনী উপজেলায় ১ লক্ষ ১৯ হাজার ৬শ ২৯ জন পুরুষ এবং ১ লক্ষ ২২ হাজার ১শ ২৭ জন মহিলা সহ মোট ২ লক্ষ ৪১ হাজার ৭শ ৫৬ জন, মুজিবনগর উপজেলা ৪৩ হাজার ৭শ ৩৭ জন পুরুষ, ৪৩ হাজার ৭শ ১৬ জন মহিলা সহ মুজিবনগর উপজেলার ভোটার সংখ্যা ৮৭ হাজার ৪শ ৫৩ জন।