মেহেরপুরে হাজতির মৃত্যু
মেহেরপুরে চিকিৎসাধীন অবস্থায় মুনসুর আলী(৫১) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৫৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত মনসুর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আজিজপুর গ্রামের মনু মিয়ার ছেলে। মুনসুর আলীর কয়দিন নং সিআর ৪৬৩/২২।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা কারা কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় দুপুর ১টার দিকে হাসপাতালে নিয়ে আসে। হৃদরোগে আক্রান্ত হয়ে মুনসুর আলী মৃত্যুবরণ করেন।
মেহেরপুর জেল সুপার এম রহমান জানান, মৃত মনসুর চিটিং (৪২০) মামলার হাজতি ছিলো। দীর্ঘদিনের অ্যাজমার রোগী সে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসা দিতে ভর্তি করা হয়। পরবর্তীতে সে মারা যায়।