মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-২
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আমঝুপিতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তৌফিক এলাহী ও রনি নামের দুই মাদ্রাসা ছাত্র গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার (অক্টোবর) বেলা আড়াইটার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিএডিসি ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে।
তৌফিক এলাহি সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের জাহিদের ছেলে এবং রনি একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের ইয়ারুল হোসেনের ছেলে। তারা দুজনেই আমঝুপি আলিম মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে মেহেরপুরের দিক থেকে আসা একটি প্রশিক্ষণ প্রাইভেট কার আমঝুপি হাইস্কুল মাঠ পার হয়ে বি এ ডিসি ফার্মের সামনে পৌছালে আপর দিক থেকে আশা একটি মোটরসাইকেল প্রাইভেট কারটিকে সজরে ধাক্কা মারলে মোটরসাইকেল চালক তৌফিক ও রনি সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। রনির অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।