মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ নারী নিহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কমলা খাতুন(৪৫) নামে এক নারী নিহত হয়েছে।আজ শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতে মৃত্য হয়।নিহত কমলা খাতুন সদর উপজেলার শ্যামপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী।
নিহতেরর পরিবার সূতে জানা যায়,আজ সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তাপার হওয়ার দ্রুতগামি একটি মোটরসাইকেল এসে সরাসরি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়রা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।সেখানা অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎস তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।চিকিৎসাধীন অবস্থা বিকালে তার মৃত্যু হয়।মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)শাহা-দারা-খান পিপিএম।