১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিশু একাডেমিতে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা তথ্য অফিস আব্দুল আল মামুন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিচারক মীর রওশন আলী মনা, মোস্তফিজুর রহমান মোস্তফা সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। চিত্রাংকন প্রতিযোগিতায় ক ও খ বিভাগে ১১ জন শিশু অংশগ্রহণ করে।
