মেহেরপুরে সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তা ৩ থানার কার্যক্রম শুরু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:53 PM, 10 August 2024

সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় মেহেরপুর ৩ থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ।

গতকাল  শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর থেকে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। মেহেরপুর সদর ও গাংনী থানায় সেনাবাহিনী ও মুজিবনগর থানায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি সেনাটহলও অব্যহত রয়েছে। বৃহস্পতিবার সেনা সদরে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের মধ্যে এ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

উল্লেখ্যঃ গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তঁার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকাসহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।
কর্মস্থলে ফিরতে সহযোগিতা পাচ্ছে পুলিশ, গুজবের সত্যতা নেই কর্মস্থলে ফিরতে সহযোগিতা পাচ্ছে পুলিশ, গুজবের সত্যতা নেই।

আপনার মতামত লিখুন :